ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় আগুনে পুড়েছে ৫৬ দোকান

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
চকরিয়ায় আগুনে পুড়েছে ৫৬ দোকান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট বাজারে আগুনে ৫৬টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাতে মালুমঘাট কাঁচাবাজারে এ দুর্ঘটনা ঘটে।



এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলের দোকান, পোল্ট্রি ফার্মসহ তরিতরকারির দোকান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী নুর হোসেন অভিযোগ করে বলেন, বাজার কমিটি নিয়ে দু’পক্ষের বিরোধ চলছিল। এর জের ধরে মঞ্জুর আলমের লোকজন বাজারে গভীর রাতে আগুন ধরিয়ে দেয়।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।