ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কেশবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় বাসচাপায় ছলেমান আলী (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ছলেমান আলী উপজেলার বুড়িহাটি গ্রামের মকছেদ আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছলেমান আলী সকালে মোটরসাইকেলে করে কেশবপুর বাজারের দিকে আসছিলেন। পথে তিনি কেশবপুর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুকনগরগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই ছলেমান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহটি উদ্ধার এবং বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।