ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সিলেটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সিলেট: নিখোঁজের কয়েক ঘণ্টা পর সিলেটের ফেঞ্চুগঞ্জে তাহমিনা বেগম (০৮) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমাবর (০৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে মরদেহ উদ্ধার করা হয়।



নিহত তাহমিনা উপজেলার আশিঘর গ্রামের দিনমুজর মতই মিয়ার মেয়ে। আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করতো সে।
 
স্থানীয়রা ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার (০৮ ফেব্রুয়ারি) স্কুলে যায় তাহমিনা। কিন্তু ওইদিন স্কুলে গিয়ে আর বাড়ি ফিরেনি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকিং করানো হয়।

মাইকিংয়ে শিশু নিখোঁজের ঘটনা জানতে পেরে স্বপ্রণোদিত হয়ে শিশুর সন্ধানে নামে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি টহল দল। এক পর্যায়ে মধ্যরাতে দক্ষিণ আশিঘর এলাকায় নিহত তাহমিনার ভাবী রুবিনা আক্তারের বাড়ির পেছনে বাথরুমের গর্ত থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মীর নাসিরের নেতৃত্বে পুলিশের একটি দল ভোররাতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ থানায় নিয়ে আসে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, বিদ্যালয় থেকে ফেরার পথে শিশু তাহমিনাকে অপহরণ করা হয়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ গুম করতে বাথরমের গর্তে ফেলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ভাবী রুবিনা বেগম ও তার মাসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি নন্দন কান্তি ধর।
 
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।