ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মজুরির অর্ধেক মহার্ঘ্য ভাতার দাবি গার্মেন্ট শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মজুরির অর্ধেক মহার্ঘ্য ভাতার দাবি গার্মেন্ট শ্রমিকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রমিকদের মোট মজুরির ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা, রেশনিং চালুসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন।  
 
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানানো হয়।


 
সংগঠনগুলো হলো- জাতীয় গার্মেন্ট দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্ট শ্রমিক জোট ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন।

গার্মেন্ট দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রফিক বলেন, ৪০ থেকে ৪৫ লাখ শ্রমিকের কাজের বিনিময়ে দেশের গার্মেন্টস সেক্টরে মুনাফা আসছে। কিন্তু শ্রমিকদের সঠিক পারিশ্রমিক ও ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না।

মালিকপক্ষ বেশি মুনাফার জন্য শ্রমিকদের ওপর অতিরিক্ত টার্গেট প্রোডাকশন চাপিয়ে দিচ্ছে। এর জন্য শ্রমিকরা ওভারটাইম করছে। কিন্তু ওভারটাইমের সঠিক মজুরি পাচ্ছে না শ্রমিকরা। বিশেষ করে ওভারটাইম করার কারণে নারী শ্রমিকদের স্বাস্থহানি ঘটছে।   
 
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার না দিয়ে রপ্তানির টার্গেট অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়।
 
দাবিগুলো হলো- শ্রমিকদের মোট মজুরির ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা, রেশনিং ব্যবস্থা চালু, বাড়ি ভাড়া আইন কঠোরভাবে প্রয়োগ করা, কারখানায় মেশিন স্থাপন বন্ধ করা, সর্বোচ্চ ২ ঘণ্টা ওভারটাইম ও সাপ্তাহিক ছুটি বাস্তবায়ন, শ্রমিক স্বার্থ ও ট্রেড ইউনিয়ন গঠন।
 
জাতীয় গার্মেন্ট দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. তৌহিদুর রহমান, রোকেয়া সুলতানা আঞ্জু, আলমগীর রনী, মাহতাব উদ্দিন সহিদ, শফিকুল ইসলাম, মো. বিল্লাল, নাহিদ রহমান পুতুল প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসজেএ/আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।