ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দ্য ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দ্য ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা মাহফুজ আনাম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল।



মাহমুদ্দুনবী সোহেলের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বাংলানিউজকে বলেন, ওয়ান ইলেভেন এবং তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাত্রলীগের সাংগঠনিক নেতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে।

যেহেতু শেখ হাসিনা ছাত্রলীগের নেতা সে কারণে তার মানহানি মানে আমার বাদী ও সাক্ষীদের মানহানি। আর এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়েছে, আশা করছি আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।