ঢাকা: রাজধানীর উত্তরায় টাকা কালেকশনের সময় এক হিজড়ার গুলিতে মানিক ওরফে সেজুতি (২৮) নামের অপর এক হিজড়া আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে রাজউক মার্কেটের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সেজুতি বাংলানিউজকে অভিযোগ করে বলেন, আমরা উত্তরা এলাকায় থাকি। টাকা কালেকশনের সময় দু’টি মোটরসাইকেলে করে হিজড়া স্বপ্না ও হিজড়া কচিসহ চারজন এসে প্রথমে আমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পেছন থেকে গুলি করে।
কয়েকদিন ধরে সেজুতিদের সঙ্গে স্বপ্না ও কচির বিরোধ চলছিল বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরির্দশক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, সেজুতির কোমরে গুলি লেগেছে। তার সহযোগীরা প্রথমে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/আরএইচ