সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা এলাকা থেকে ট্রাক ভর্তি ১৮ হাজার ভারতীয় মুরগির বাচ্চা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাবিলদার জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা এলাকা থেকে বাংলাদেশি ট্রাকসহ ১৮ হাজার ভারতীয় মুরগির বাচ্চা জব্দ করে। তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আটক ট্রাকসহ মুরগির বাচ্চার মূল্য প্রায় ১৯ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ/