ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় হরকাতুল জিহাদ সদস্যের ৭ বছর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কুলাউড়ায় হরকাতুল জিহাদ সদস্যের ৭ বছর জেল

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ সদস্য মারুফ মোহাম্মদ ইসহাককে (২২) সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ২ নং বিশেষ ট্রইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলীম উল্ল্যাহ চৌধুরী এ রায় দেন।



এ ঘটনায় দু’জনকে আদালত বেকসুর খালাস দিয়েছে। তারা হলেন, হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম (৩০) ও লুৎফুর রহমান হারুন (৩৫)।

২০০৫ সালের ২ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার পৃথীমপাশা গ্রামের নবাব আলী নকি খানের বাড়িতে বোমা হামলা চালায় হরকাতুল জিহাদ। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

সরকার পক্ষের আইনজীবী (এপিপি) কুপা চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।