ঢাকা: বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ নিশ্চয়তা দেন।
নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত একটি বন্ধু রাষ্ট্র।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরার অবদানের কথা বিশেষ করে উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে হাইকমিশনার ব্লেক বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দু’দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বাংলাদেশে হাইকমিশনার ব্লেকের সফল কর্মকাল কামনা করে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেপি/এএসআর