মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সম্পত্তি দখলের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের ছাত্রী ও অভিভাবকরা।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের সামনে শহীদ রফিক সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছুদিন ধরে কলেজের একটি হল, চারতলা বিজ্ঞান ভবন, খেলার মাঠ, অধ্যক্ষের বাসভবনসহ বেশকিছু সম্পত্তি একটি অশুভ চক্র দখলের পাঁয়তারা করছে।
তারা ওই চক্রের হাত থেকে কলেজের সম্পত্তি রক্ষার দাবি করেন। অন্যথায় বৃহত্তর অন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক কনা আক্তার, শিক্ষার্থী হাফসা আহম্মেদ, প্রমীলা বিশ্বাস, রুমা আক্তার, সাদিয়া আফরিন ও শ্রাবন্তী দিপা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর/