নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারের কাছে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মঙ্গরবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- এড়েন্দা গ্রামের শেখ আবুল বাসারের ছেলে হুমায়ন কবীর রনি (৩১), কাশিপুর গ্রামের আমির হোসেন খানের ছেলে কবীর খান (৩২) ও ধোপাদা গ্রামের সাহাদত শেখের ছেলে হাসান শেখ (২০)।
লোগাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই