ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অস্ত্রসহ চার ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কক্সবাজারে অস্ত্রসহ চার ডাকাত আটক

কক্সবাজার: কক্সবাজার শহরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মুখোশসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী বিশ্বরোডের শাহাদাত ঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।



এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় এলজি, ২টি ছোরা, ১টি কিরিচ ও ২টি মুখোশ উদ্ধার করা হয়।

আটকরা হলেন, বাস টার্মিনালের পূর্ব লারপাড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে মুন্না প্রকাশ সাহেদ প্রকাশ পুতু (২০), কুতুবদিয়া পাড়া এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে নুরুল আলম লালু (২২), একই এলাকার মৃত নেজাম আক্কাসের ছেলে রফিক (১৯) ও পাহাড়তলী এলাকার মৃত আবুল বশরের ছেলে রুবেল প্রকাশ ঈসমাইল (২০)।

কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।