জাতীয় সংসদ ভবন থেকে: এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সাঁতারে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলাকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্যরা। মাহফুজাকে সোনাজয়ী সোনার মেয়ে হিসেবে আখ্যায়িত করে তিনজন সদস্য সংসদ তাদের বক্তৃতায় অভিনন্দন জানান।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে যুব ও ক্রীড়া মন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে প্রথমেই অভিনন্দন জানান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মুহিবুর রহমান মানিক শিলাকে অভিনন্দন জানিয়ে বলেন, ইতোমধ্যে বাংলাদেশের কৃতী সাঁতারু মাহফুজা খাতুন শিলা যিনি দুইটি ইভেন্টে স্বর্ণ জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। সোনার মেয়ে শিলাকে বাংলাদেশ ও দেশের মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
পরবর্তীতে সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, আজ বাংলাদেশের ক্রীড়া জগতের অবস্থান পৃথিবীতে অত্যন্ত সুদৃঢ়। বাংলাদেশ এখন ক্রীড়াক্ষেত্রে নগন্য কোনো দেশের নাম নয়। বাংলাদেশকে ক্রীড়া ক্ষেত্রে পৃথিবীর সবাই এখন গুরুত্ব দেয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী রোজীও ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের নারীদের সাফল্য তুলে ধরে দেশের জন্য সম্মান বয়ে আনায় শিলাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমজেএফ