ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. ওবায়দুর রহমান গাজী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।



পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টায় দিকে টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টা করেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ওবায়দুর রহমান গাজী।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই কেন্দ্র থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, দায়িত্ব পালনকালে ওই শিক্ষক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে কেন্দ্রের ভেতর নকল নিয়ে যান। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।