ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জমি দখলদারের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
জমি দখলদারের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

ঢাকা: গাজীপুরে বন বিভাগের দখল হওয়া জমির তালিকা চেয়েছে জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দ্রুত এই তালিকা জমা দিতে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে কমিটি।



বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এ সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, গাজীপুরে বন বিভাগের জমি দুইভাবে দখল হয়েছে। একদিকে গরিব গৃহহীনরা নিরুপায় হয়ে বনবিভাগের জমি ব্যবহার করছে। অন্যদিকে প্রভাবশালীরা অবৈধভাবে জমি দখল করে শিল্প-কারখানা ও রিসোর্ট গড়ে তুলেছেন।

‘কমিটি মানবিকতার কথা বিবেচনায় রেখে দারিদ্র্যদের উচ্ছেদ না করে সামাজিক বনায়নের আওতায় উক্ত জমিগুলো তাদের দিয়ে দেওয়ার সুপারিশ করেছে। একইসঙ্গে প্রভাবশালী দখলদারদের তালিকা করে সংসদীয় কমিটির নিকট দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ’

কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহাম্মদ গোলাম রাব্বানী, মো. ইয়াহইয়া চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী, ইয়াসিন আলী ও মেরিনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে রাবার উৎপাদনকারী অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাবারকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা দেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া সম্প্রতি বন বিভাগ ও বন গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ সংক্রান্ত তথ্যাদি পরবর্তী সভায় সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।