ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে চার ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কক্সবাজারে চার ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার শহরে চার ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কলাতলী এলাকার সুইট ড্রিম হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম (৩৩), একই এলাকার কামাল হোসেনের ছেলে নবী হোসেন, চন্দ্রিমা এলাকার শফিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৪) ও মৃত আবু তালেবের ছেলে মোজাম্মেল (২৪)।



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

শহরের  কলাতলীর বাইপাস সড়কের পুলিশ লাইনের পশ্চিম পাশে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে  জোর করে জমি দখলের সময় সাহাবউদ্দিনের গ্রুপের  ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩০টি কিরিচ ও দা, ১টি দেশে তৈরি এলজি, ১টি হাতুড়ি ও ৩টি শাবল উদ্ধার করা হয়। এ ছাড়া দখলের কাজে ব্যবহৃত এক ট্রাক টিন ও বাঁশ জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, কলাতলী বাইপাস সড়কের পাশের একটি জায়গা জবর দখলের করা হচ্ছে বলে সরওয়ার আলম অভিযোগ করেন।   ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।   ওই সময় অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, ৫০-৬০ জন ভাড়াটে দুর্বৃত্ত ওই জায়গাটি দখল করতে গিয়েছিল।

এ ঘটনায় চকরিয়ার কাকারা মাইজপাড়া এলাকার কালাম মিয়ার ছেলে সাহাবউদ্দিনকে প্রধান আসামি করে গ্রেফতার চারজনসহ এজাহার নামীয় ১০ জন ও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে অস্ত্র ও জবর দখল আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

কক্সবাজার সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।