ঢাকা: বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের নব নিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, দু’দেশের শীর্ষ নেতাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নই হবে তার মূল কাজ। একইসঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে কাজ করবেন বলেও জানান।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে তিনি দু’দেশের সম্পর্ক আরো গভীর ও জোরদারে উপদেশ ও দিকনির্দেশনা দিয়েছেন। এ সময়ে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি একজন জ্যেষ্ঠ কূটনৈতিকও।
দু’দেশের পানিবন্টন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাত ছিলো। এ বিষয়ে আলোচনা করতে পানি সম্পদ মন্ত্রীই সঠিক ব্যক্তিই।
বৈঠকে অভিন্ন স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১৪ জানুয়ারি পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হয়ে ঢাকা আসেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
এর আগে গত বছরের ১৮ নভেম্বর হর্ষ বর্ধন শ্রিংলাকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ঘোষণা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বাংলাদেশে আসার আগে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিক্ত হয়েছেন।
ভারতের সরকারি কর্ম কমিশনে ১৯৮৪ সালের ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন শ্রিংলা। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয় ও তেলআবিবে কূটনৈতিক হিসেবে নিযুক্ত ছিলেন।
এছাড়া জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেপি/এসএইচ