ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইইউ প্রতিনিধি দল আসছে বুধবার ভোরে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ইইউ প্রতিনিধি দল আসছে বুধবার ভোরে

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা আসছে।

বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা ও শ্রম অধিকার নিয়ে আলোচনা করবেন তারা।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষা‍ৎ করবে প্রতিনিধি দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।

জানা যায়, চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির চেয়রাম্যান সংসদ সদস্য জাঁ ল্যামবার্ট।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- লেবার পার্টির সংসদ সদস্য রিচার্ড হাওতি, দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটের সংসদ সদস্য আইভান স্টিফেনস এবং দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সদস্য
সাজ্জাদ করিম।

ঢাকা সফরকালে তারা প্রধানমন্ত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে খসড়া সফরসূচিতে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কোনো সদস্যের সঙ্গে সাক্ষাতের সময় রাখা হয়নি।

বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসং সঙ্গে বৈঠক দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে ইইউ প্রতিনিধি দল। এরপর বাণিজ্যমন্ত্রী তোয়ায়েল আহমেদ ও পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক হবে।  

সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষা‍ৎ করবেন তারা। প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। তবে ঢাকা ছাড়ার আগে তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।