সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় শাহাজাহান আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সারিয়াকান্দি-চন্দ্রবাইশা সড়কের দীঘলিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহাজাহান আলী দীঘলিয়াকান্দি এলাকার অফির ফকিরের ছেলে।
সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহামত করিম বাংলানিউজকে জানান, রাতে শাহাজাহান আলী সারিয়াকান্দি-চন্দ্রবাইশা সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/পিসি