ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বরের পল্লবী এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পল্লবীর ই-ব্লকের ২০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-আমেনা (৪৭), মেয়ে হৃদিতা (১৬), ছেলের বউ শম্পা (২০), আমেনার ভাগ্নি রায়না (২০) ও ভাইয়ের বউ শামীমা (৩০)।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, খবর পেয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এজেডএস/এমআইএইচ/এসআই