ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ভুল চিকিৎসায় আদিবাসী ছাত্রের মৃত্যুর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
উত্তরায় ভুল চিকিৎসায় আদিবাসী ছাত্রের মৃত্যুর অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উত্তরার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় সাজু ম্রং (২০) নামে এক আদিবাসী ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।



মৃত সাজুর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালা কুমার গ্রামে।

সাজুর স্বজনরা জানান, বৃহস্পতিবার মাথা ও কোমরে আঘাত নিয়ে টঙ্গী হাসপাতালে ভর্তি হন সাজু। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে কার্ডিও কেয়ার হাসপাতালে রেখে চলে যান। খবর পেয়ে তারা (স্বজনরা) হাসপাতালে চলে আসেন। তখন সাজুর অবস্থা আশঙ্কাজনক ছিল না। তিনি কথাবার্তা বলতে পারছিলেন। এসময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। নার্সরা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে বারবার বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছিলেন। এছাড়া সাজুর অবস্থা গুরুতর না হলেও তাকে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শুক্রবার সন্ধায় মৃত্যু হয় সাজুর।

বাংলাদেশ গাড়ো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক মৃ  জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সাজুর মৃত্যু হয়েছে।  

এদিকে, সাজুর মৃত্যুর খবর শুনে আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।