ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রাইভেটকার চাপায় যুবক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আশুলিয়ায় প্রাইভেটকার চাপায় যুবক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।



পুলিশ জানায়, রাতে পলাশবাড়ী এলাকায় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী হাবিব ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।