ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টাঙ্গাইলে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্তর এলাকায় গুলি করে ও কুপিয়ে ইকবাল হোসেন নামে এক পল্লী চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত ইকবাল উপজেলার আগ দিঘুলিয়া এলাকার আবদুল আজিজের ছেলে। পল্লী চিকিৎসার পাশাপাশি তিনি বিকাশের এজেন্ট ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে ইকবাল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গোলচত্বর এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ইকবালকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, নিহত ব্যক্তির দেহে একটি গুলির ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/আপডেট: ০৩১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।