ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাবনা: প্রায় সাড়ে আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পাবনার চাটমোহরে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি উদ্ধারের পর শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


 
এর আগে দুপুর আড়াইটার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে একশ’ গজ দূরে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চল (রাজশাহী ও রংপুর বিভাগ) ও পশ্চিমাঞ্চলের (খুলনা বিভাগ) সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে।  
 
চাটমোহর রেলস্টেশন মাস্টার মহিউল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআই

**  ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
**  চাটমোহরে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার কাজ চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।