ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
রূপগঞ্জে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়া এলাকায় জনতার গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। ডাকাতের হামলায় একই পরিবারের ৪জন আহত হয়েছেন।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়া (কামতা মনহরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা স্থানীয় এক ব্যবসায়ী পরিবারের নারীসহ চার জনকে কুপিয়ে ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ মালপত্র লুটে নিয়েছে।

ঘটনাস্থল থেকে দশটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা) নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নড়াইল জেলার সদর উপজেলার জরুলিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে এজাজুল ইসলাম (২৩), যশোর জেলার কতোয়ালী উপজেলার বারিন্দাপাড়া এলাকার আবু মিয়ার ছেলে নাশির উদ্দিন (৩৮)।

নিহত এজাজুল ইসলামের বিরুদ্ধে মাগুরা জেলার শালিথা থানায় চুরিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

ডাকাতের হামলায় আহতরা হলেন, বাড়ি মালিক ব্যবসায়ী রাজ্জাক সিকদার (৫৫), আব্দুল কুদ্দুস সিকদার (৬৫), ইয়াকুব সিকদার (৩০), দোলন বেগম (২৬)। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত পৌনে ৩টার দিকে প্রথমে জিন্দা উত্তরপাড়া (কামতা মনহরপুর) এলাকার ব্যবসায়ী রাজ্জাক সিকদারের বাড়িতে শসস্ত্র অবস্থায় ১৫ থেকে ২০জনের একদল ডাকাতদল প্রবেশ করে।

এসময় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে রাজ্জাক সিকদারের ভাই আব্দুল কুদ্দুস সিকদারের ঘরে প্রবেশ করে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

এক পর্যায়ে ওই দুই পরিবারের ঘর থেকে ৩০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ অন্যান্য মালপত্র লুটে নেয়। প্রতিবাদ করায় নারীসহ ওই চার জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

আহতরা ডাকাত ডাকাত বলে আত্মচিৎকার শুরু করলে স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতরা দু’টি ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হন। অপর ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ২৯ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট করা হয়ে। এক সপ্তাহ আগে তুহিন মিয়া নামে অপর এক জনের বাড়িতে ডাকাতির চেষ্টা চালানো হয়েছিলো। এসব ঘটনার পর থেকে বেশ কয়েক দিন ধরে এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছিলো। শুক্রবার মধ্যে রাতে এলাকাবাসী পাহারায় ছিলোনা। আর এ সুযোগে ডাকাতরা ডাকাতি করে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ফেব্রুয়ারি ১৩, ২০১৬/আপডেটেড ১৬৪৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।