মায়াবী হলুদ চাদরে ঢেকে ছিল সরিষা খেত। বিস্তীর্ণ সেই ফুলের মাঠ এখন যেন শস্য সম্ভার।
শীতের শেষ, সরিষা তোলার ধুম। দল বেঁধে কিষাণ-কিষাণীরা শস্য সংগ্রহে ব্যস্ত।
মাঠজুড়ে শুধুই ফসল। কিষাণীরা দলে দলে সেই ফসল তুলছেন। কাজের ফাঁকে চলছে কিছুটা বিশ্রাম, কিছুটা খুনসুটি, গল্প।
ফসল তোলা শেষে শুকানোও শেষ। এবার চলছে আঁটি বেঁধে জড়ো করার কাজ। পুরুষ কর্মী আটি বাঁধছেন, নারীরা তা জড়ো করছেন।
সরিষার শুকনো গাছের আঁটি বাঁধছেন কিষাণ-কিষাণী।
ফসলের খেতজুড়ে সারি সারি গোল আঁটি।
এবার ফসল নিয়ে ঘরে ফেরার পালা।
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআই