ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সরিষা তুলতে ব্যস্ত কিষাণ-কিষাণী

ফটো স্টোরি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সরিষা তুলতে ব্যস্ত কিষাণ-কিষাণী ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়াবী হলুদ চাদরে ঢেকে ছিল সরিষা খেত। বিস্তীর্ণ সেই ফুলের মাঠ এখন যেন শস্য সম্ভার।

রাজধানীর অদূরে রুপগঞ্জের পূর্বগ্রামে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তোলা ছবি।


শীতের শেষ, সরিষা তোলার ধুম। দল বেঁধে কিষাণ-কিষাণীরা শস্য সংগ্রহে ব্যস্ত।


মাঠজুড়ে শুধুই ফসল। কিষাণীরা দলে দলে সেই ফসল তুলছেন। কাজের ফাঁকে চলছে কিছুটা বিশ্রাম, কিছুটা খুনসুটি, গল্প।


ফসল তোলা শেষে শুকানোও শেষ। এবার চলছে আঁটি বেঁধে জড়ো করার কাজ। পুরুষ কর্মী আটি বাঁধছেন, নারীরা তা জড়ো করছেন।


সরিষার শুকনো গাছের আঁটি বাঁধছেন কিষাণ-কিষাণী।

ফসলের খেতজুড়ে সারি সারি গোল আঁটি।
 

এবার ফসল নিয়ে ঘরে ফেরার পালা।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।