ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হঠাৎ কুয়াশার চাদর, থাকবে দু’একদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
হঠাৎ কুয়াশার চাদর, থাকবে দু’একদিন ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্ষপঞ্জিকা হিসেবে শীত বিদায় নিলেও বসন্তের শুরুতে কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে হালকা কুয়াশা পড়তে থাকলেও পহেলা ফাল্গুন বা বসন্তের প্রথম দিন ভোর শুরু হয় ঘন কুয়াশার চাদর গায়ে জড়িয়ে।

তবে তাপমাত্রায় খুব একটা হেরফের হয়নি।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়ার কারণে ঘন কুয়াশা আরও কয়েক দিন থাকবে। তবে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।

শুক্রবার ঢাকায় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তা ২০ ডিগ্রি বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাবে। এ অবস্থা চলবে আগামী কয়েক দিন। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।

এদিকে ফরিদপুর, মাদারীপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, শনিবার শেষ রাত ও রোববারের সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।  

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআইএইচ/আরএইচএস/আরএইচ

** ঘন কুয়াশায় ফ্লাইট অবতরণ বিঘ্নিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।