কক্সবাজার: প্রেমিকের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নাজমা আক্তার (১৮) নামে এক তরুণী।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমার বাবা বাংলানিউজকে জানান, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সে একজনকে ভালোবাসতো। বিয়ের বিষয়টি মেনে নিতে পারেনি তার মেয়ে। এ কারণেই তাদের ওপর অভিমান আত্মহত্যা করেছে নাজমা।
মৃতদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন বলে জানান নাজমার বাবা।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি আনতে না পারলে শনিবার লাশ ময়না তদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি