ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের একতা বাজারে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ লাগা আগুনে ৪টি বসতঘর ও ৬টি দোকান মালামালসহ পুড়ে যায়।   রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, ওই আগুনের লেলিহান শিখায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।