ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন বাঁচাতে রোড শো ‘টাইগার ক্যারাভান’

হাসিবুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সুন্দরবন বাঁচাতে রোড শো ‘টাইগার ক্যারাভান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাঘ আমাদের গর্ব,বাঘ সুরক্ষা করবো’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী রোড শো’র আয়োজন করেছে স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

শুক্রবার (১২ ফেব্রুযারি) রাজধানীর চারুকরা প্রাঙ্গণ থেকে শুরু হয় এ রোড শো’র।

রোড শো’তে দেশের ৫০টি জেলায় ১শ’ দিনব্যাপী প্রদর্শন করা হবে পথ নাটক ও সুন্দরবন নিয়ে নানা তথ্য চিত্র।

রোড শো শুরুর আগে চারু কলার সামনে তৈরি করা হয় ‘টাইগার ক্যারাভান’। আর এ ক্যরাভানের ভেতরে তৈরি করা হয়েছে একটি মিনি সুন্দরবন। টাইগার ক্যারাভান ঘুরবে দেশের ৫০টি জেলা। ক্যারভানটি এমন ভাবে সাজানো হয়েছে ঢুকলে মনে হবে সুন্দরবনে চলে এসেছি।
 
রয়েল বেঙ্গল টাইগারের আদলে তৈরি এই ভ্যান নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই। বাঘের পেটের ভেতরকার ছোট্ট সুন্দরবন দেখার জন্য চারু কলার সামনে রীতিমত লাইন পড়ে গিয়েছিলো। বাঘের মুখের সামনে দাঁড়িয়ে বাঘ সুরক্ষার স্লোগান হাতে ছবি তুলতে মানুষের হিড়িক। মাত্র তিন-সাড়ে তিন ঘন্টার মধ্যে ক্যারাভানে চড়েছেন দুই হাজারেরও বেশি মানুষ।

বাঘ সুরক্ষায় সচেতনতামূলক এই কর্মসূচি উপভোগ করতে স্বস্ত্রীক চারুকলার সামনে আসেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বেলাল হোসাইন।

বেলাল বাংলানিউজকে বলেন, বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য আরো আগে থেকেই সচেতনতা তৈরি করা দরকার ছিল, অসাধু শিকারিরা তো দেশ প্রায় বাঘ শূন্য করে দিয়েছে। তবে এখন উদ্যোগ নেওয়া হয়েছে এটাও মন্দের ভালো বলে উল্লেখ করেন তিনি।

একশ’ দিনব্যাপী এই রোড শোতে ক্যারাভানটি পরিচালনা করবে স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দায়িত্ব পালনরত অ্যাডভান্স টিম মেম্বার রেজাউল ইসলাম জানান, বিভাগীয় শহরসহ দেশের ৫০টি জেলায় দুইদিন করে মোট ১শ’ দিন টাইগার ক্যারাভান রোড শো’ ঘুরবে। প্রতিদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিকেলে নগরীর উন্মুক্ত স্থানে প্রদর্শিত হবে বলেও জানান তিনি।

সুন্দরবনের বেঙ্গল টাইগার রক্ষায় যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ প্রকল্পের মাধ্যমে বন বিভাগের নেতৃত্বে দুই বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করছে বন্যপ্রাণী বিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম।  

বাঘ রক্ষার ওই প্রচারাভিযানে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি গণমাধ্যম।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।