খুলনা: বসন্তের আগমন মানেই বাঙালির ঘরে ঘরে বসন্ত উৎসব। আর সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস হলে তো কথাই নেই।
খুলনায় বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আব্বাসউদ্দীন একাডেমি আবৃত্তি ও রবীন্দ্র নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা সোসাইটি সিনেমা হলে এ আয়োজনের মধ্যে রয়েছে আবৃত্তি, নৃত্য ও সংগীতের যুগলবন্দি অনুষ্ঠান ‘বচন ও ভঙ্গী’। অনুষ্ঠানটির একমাত্র মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাচ্চু বাংলানিউজকে জানান, অনুষ্ঠানের শ্লোগান বা প্রতিপাদ্য হচ্ছে ‘জীবনকে ভালবাসুন ,মাদককে না বলুন’। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বি পজেটিভ। অনুষ্ঠানে খুলনার শীর্ষস্থানীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পীরা অংশগ্রহন করবেন।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/বিএস