ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জঙ্গিবাদ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘ মহাসচিবের সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বাংলাদেশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।



মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার সাত দফা প্রস্তাবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সন্ত্রাসবাদ-সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ ও দমন কর্মসূচির যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে কোনো স্থানীয় বা বিদেশি সন্ত্রাসী সহিংস জঙ্গিবাদী গোষ্ঠীর স্থান না দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসবাদ মোকাবেলায় কেবল আইনশৃঙ্খলা বা প্রতিরক্ষা ব্যবস্থাই যথেষ্ট নয় বরং সন্ত্রাসের অন্তর্নিহিত কারণ বা চালিকা শক্তিগুলোকেও প্রতিরোধ করা একান্ত প্রয়োজন।

এ সময় তিনি স্থানীয় কারণগুলোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের দীর্ঘ মেয়াদি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্ব দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা সহিংস জঙ্গিবাদের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের আলোকে সমন্বিত ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে আলোচনা সভার আগে জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার বিষয়ে একটি রেজুল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আগামী এপ্রিলে জেনেভায় ও জুনে নিউইয়র্কে জাতিসংঘে পুনরায় এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।