ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফাগুন হাওয়ায় হাওয়ায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ফাগুন হাওয়ায় হাওয়ায় ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’- এমনই নানা গানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। বসন্ত বরণে ভোর থেকেই এখানে চলছে উৎসব।



খোঁপায় নানা ফুল আর বাসন্তী রঙের শাড়িতে সেজেছেন নারীরা। আর পুরুষের পরনে বাসন্তী পাঞ্জাবি।

শুধু নবীনরাই নয়, দল বেধে এসেছেন প্রবীণরাও। এমনই একজন আছমা ইসলাম (৫০)। পেশায় শিক্ষিকা। বাংলানিউজকে তিনি বললেন, আমাদের সময় এতোটা ঘটা করে বসন্ত উৎসব হতো না। কিন্তু এখন হয়। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেয়ের সঙ্গেই এখানে এসেছি।

বাদ যায়নি শিশুরাও। কেউবা এসেছে মা-বাবার সঙ্গে, কেউবা আবার ভাইবোনের সঙ্গে।

এদিকে, বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। কবিতা আবৃত্তি করেন গোলাম সারোয়ার।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ইউএম/আরএইচ

** বসন্ত এসে গেছে...
** কলা ভবনের বটতলায় সমগীতের বসন্ত উৎসব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।