মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় দেওয়াল চাপায় ফকির দাউদ হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী আলেয়া ফকিরানী (৫৫) আহত হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ ফকির উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা।
আহত আলেয়া ফকিরানী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফকিরানী মর্জিনা খাতুন বাংলানিউজকে জানান, গাংনী-হাটবোয়ালীয় সড়কের করিমপুর মোড়ে শুক্রবার দিবাগত রাতে করিম ফকিরের আস্তানায় গান বাজনা ও সাধু সংঘের দরবরা চলছিলো। গান বাজনা শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়ি। ঘরের একটি দেওয়াল আগে থেকেই হেলানো ছিলো। ভোরে বাড়ির পাশের রাস্তা দিয়ে একটি বড় ট্রাক যাওয়ায় ঝাঁকুনিতে দেওয়ালটি ঘুমন্ত লোকজনের উপর ভেঙে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে দাউদ ফকির ও তার স্ত্রী আলেয়া ফকিরানী আহত হন।
এ অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দাউদ ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, এ দুর্ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/এসএইচ