ঢাকা: ঘন কুয়াশার কারণে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ থাকলেও শনিবার বেলা সাড়ে দশটার দিকে তা পুনরায় স্বাভাবিক হয়েছে।
এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে আসা তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট স্বাভাবিক হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন এপিবিএন’র এএসপি নুরে আলম ছিদ্দিকী।
তিনি বলেন, ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। তবে বেলা সাড়ে দশটা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ইউএম/আরআই