ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ১১ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ১১ মার্চ

ঢাকা: আগামী ১১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন। এর আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদসম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিএসএইচআরএম-এর সভাপতি মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, আগামী ১১ মার্চ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৬’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) লিন গুরিয়ার, ন্যাশনাল ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট ভারত-এর সভাপতি সোমেস দাসগুপ্ত। এছাড়া থাকবেন সিঙ্গাপুর, হংকং, শ্রীলংকা, মালয়েশিয়াসহ বিভিন্ন রাষ্ট্রের মানবসম্পদ বিষয়ক সংগঠনের নেতারা।

মানবসম্পদ সম্মেলনের মিডিয়া ও পাবলিকেশন্স কমিটির আহ্বায়ক মো. রিয়াদ হোসেনের সঞ্চালনায় সংবাদসম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সম্মেলনের সভাপতি মাশেদুর রহমান খান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।