ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বর্ণিল বসন্ত উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বর্ণিল বসন্ত উৎসব ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নানা রঙে নানা ঢঙে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ফাল্গুনের প্রথম দিন সকাল থেকেই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এখানে শুরু হয় বসন্তবরণ উৎসব।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকঢোল পিটিয়ে, বাসন্তী রঙের নানা ফেস্টুন-প্ল্যাকার্ডে ঐতিহ্যময় বাংলাকে তুলে ধরে ৠালি করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউ)।

ৠালিটি ক্যাম্পাসের ভেতরে চারদিক প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয়। মঞ্চের পাশেই বসন্ত উৎসব ঘিরে মেলা বসেছে। দশটির বেশি স্টলে ঐহিত্যবাহী খাবার পরিবেশন করা হচ্ছে এখানে।

উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে আবহমান বাংলার রূপ ফুটিয়ে তুলোর চেষ্টা করেছেন শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনের মধ্যে আরও রয়েছে, রঙের মেলা, বায়োস্কোপ, বাউল নাচ, ফোক গান, ফ্ল্যাশমব। বিকেলে গাইবেন অর্ণব, থাকছে জলের গানও। আর সন্ধ্যায় আয়োজন করা হবে যাত্রার।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।