ঢাকা: রাজধানীর কাফরুলে মো. মোশাররফ ও আল আমিন নামে দুই বিকাশকর্মীকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুইজন আহত হন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাফরুল থানা এলাকার ১৪ নম্বর সেকশনের স্টাফ কলেজের বিপরীত গলিতে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মোশাররফ ও আল আমিন দুইজন বিকাশ কোম্পানিতে কাজ করেন। তারা বিকাশের বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা তুলে তা ব্যাংকে জমা দিতেন।
আহতদের বরাত দিয়ে এসআই বলেন, সকাল দুটি মোটরসাইকেল যোগে ৫জন তাদের সামনে এসে গুলি করে মোশারফের কাছ থেকে ৮ লাখ ও আল আমিনের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই রায়হান।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এজেডএস/এসজেএ/বিএস