ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সাভারে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): নানা আয়োজনের মধ্য দিয়ে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সাভারের শাহীবাগ, আশুলিয়ার নরসিংহপুর ও ঢাকার ধামরাইয়ের কায়েতপাড়া পূজামণ্ডপগুলোয় বাণী অর্চনা ও দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

এছাড়া আয়োজন করা হয়েছে আলোচনার অনুষ্ঠানেরও।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংরাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএইচএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।