ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে পৃথক স্থান থেকে দু’টি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পৃথক স্থান থেকে নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাজু বেগম (২৪) ও আবদুল গণি (৩৮) নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।



এর মধ্যে সকাল পৌনে ১০টার দিকে সাজু বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আক্তার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

উপজেলার চর লরেন্স ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের শাহ আলমের বাড়ি থেকে ( নিহতের বাবার বাড়ি) তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাজু বেগম চর লরেন্স ইউনিয়নের শাহ আলমের মেয়ে। আটক স্বামী আক্তার হোসেন হাজিগঞ্জ এলাকার বাসিন্দা বেচু বেপারির ছেলে। তিনি ঘরজামাই হয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

মৃত সাজু বেগমের বাবা শাহ আলম বাংলানিউজকে বলেন, দেড় বছর আগে আক্তার হোসেন ২০ হাজার টাকা যৌতুক দাবি করে আমার মেয়েকে বিয়ে করেন আক্তার হোসেন। বিয়ের সময় যৌতুকের ১২ হাজার টাকা দিতে পারলেও আট হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে স্বামী আক্তার গত কয়েক দিন থেকে মেয়ের ওপর চাপ দিতে থাকে। পাশাপাশি অকারণে আমার মেয়েকে সন্দেহ করতে থাকে।

এনিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তারা ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে গভীর রাতে স্বামী তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ওড়ানা দিয়ে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে করে রেখে আতœহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা তাকে ধরে বেঁধে রেখে পুলিশে খবর দেন।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বাংলানিউজকে জানান, প্রাথমিক তদন্তে সাজুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, একই সময় ওই এলাকা থেকে আবদুল গণি (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেন ওসি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।