ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষায় জাতিসংঘের নেতৃত্বে সমীক্ষা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সুন্দরবন রক্ষায় জাতিসংঘের নেতৃত্বে সমীক্ষা দাবি ছবি: পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সরকারি পরিবেশগত সমীক্ষা বাতিল করে জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক পরিবেশগত সমীক্ষা পরিচালনার দাবি জানিয়েছে সুন্দরবন জাতীয় রক্ষা কমিটি।

সমীক্ষা না হওয়া পর্যন্ত পর্যন্ত রামপাল বিদ্যুৎ প্রকল্প ও ওরিয়ন প্রকল্পের কাজ স্থগিত রাখারও দাবি জানায় সংগঠনটি।



সুন্দরবন দিবস-২১৬ উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কমিটির নেতারা। ‘সুন্দরবন সুরক্ষায় সরকার ও জাতিসংঘের প্রতি নাগরিক সমাজের আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে।
 
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, আমরা বিদ্যুৎও চাই, অক্ষত সুন্দরনবনও চাই।

সুন্দরবন রক্ষায় নাগরিক সমাজের পক্ষ থেকে পাঁচদফা দাবি তুলে ধরেন তিনি।  

নাগরিক সমাজের পাঁচদফা দাবির মধ্যে রয়েছে, সুন্দরবেনে সরকারি বেসরকারি সব প্রকল্প ও স্থাপনা নির্মাণ বন্ধ, বাতিল ও অপসারণ। গাছকাটা-পশুপাখি নিধন ও মাছ ধরা অবিলম্বে বন্ধ করা।

সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল ও পর্যটক সংখ্যা সীমিত করা, চিংড়ি চাষ বন্ধ করা, মংলা-গষিয়াখালী চ্যানেল চালু করা।

সুন্দরবননির্ভর ভাসমান জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ও প্রয়োজনীয় ভিন্ন প্রকৃতির জীবিকার ব্যবস্থা কর‍া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম, বাপার ডা. আব্দুল মতিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ইএস/এমএইচপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।