ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দাবি না মানলে ‘আত্মহত্যা’র হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
দাবি না মানলে ‘আত্মহত্যা’র হুমকি ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোটা পদ্ধতি অনুসরণ করে ফের ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশসহ ৩ দফা দাবিতে সমাবেশ করেছেন ওই পরীক্ষায় পাস করা প্রার্থীরা।

একই সঙ্গে এসব দাবি না মানলে ‘আত্মহত্যা’র হুমকি দিয়েছেন তারা।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে ‘৩৪তম বিসিএস পাস ক্যাডার বঞ্চিত ফোরাম’র উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ হুমকি দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। সেখানে সমাবেশ শেষ করে শাহবাগ মোড়ের দিকে এগোতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় তাদের।

এ সময় জাহিদুল ইসলাম জাহিদ নামে এক আন্দোলনকারী অসুস্থ হয়ে যান। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর কিছুক্ষণ আগে আন্দোলনের সমন্বয়ক নূর ইসলাম নূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অন্যান্য আন্দোলনকারীরা তাকে তা করতে দেননি।

শাহবাগ থানার ওসি (তদন্ত) মো. জাফর বাংলানিউজকে বলেন, ‘আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে যতোক্ষণ ইচ্ছা কর্মসূচি পালন করতে পারবেন। কিন্তু এখান থেকে মিছিল নিয়ে বা দলবদ্ধভাবে অন্য কোথাও যেতে দেওয়া হবে না। ’

এদিকে বেলা সোয়া ১২টার দিকে শাহবাগ মোড়ে ফের অবস্থান নেয় আন্দোলনকারীরা।

সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থেকে মূল রাস্তা ধরে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে যান তারা।

সেখানে ফের মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ঘোষণা দেন, শনিবার শাহবাগ মোড়ে ফের অবস্থান নেবেন।

ওই সময়ের মধ্যে দাবি না মানলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দেন আন্দোলনের সমন্বয়ক নূর ইসলাম নূর।

গত ৫ মাস ধরে ৩৪তম বিসিএস’র প্রকাশিত ফল ‍পুনর্মূল্যায়ন ও সব নন ক্যাডারদের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে ‘৩৪তম বিসিএস পাস ক্যাডার বঞ্চিত ফোরাম’।

তাদের তিন দফা হচ্ছে- ৩৪তম বিসিএস পরীক্ষার ফলে কোটা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ, মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে পুনরায় ফল প্রকাশ ও সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শূন্য পদগুলো ৩৪তম বিসিএস নন ক্যাডার দিয়ে পূরণ করা।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এফবি/এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।