ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পঞ্চগড় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন অতিথিরা।

পরে জেলা কৃষকলীগের সভাপতি মো. তাজিরুল ইসলাম তাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয়, সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ও  সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

অনুষ্ঠানে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। বিকেলে দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় জেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।