ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার তেঁতুলিয়া নদীতে লঞ্চডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ভোলার তেঁতুলিয়া নদীতে লঞ্চডুবি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ভোলা: ভোলা সদরের তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সোহাগী-১ নামে একটি লঞ্চ ডুবে গেছে। এতে ওই লঞ্চের হোটেলের চার কর্মচারী ‍আহত হয়েছেন।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তীরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামাল হোসেন, আলামিন, আলতাফ ও মোস্তফা বাবুর্চি।

ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোলাইমান মাহমুদ বাংলানিউজকে জানান, সকালে ভোলা-বারিশালগামী রুটে চলাচলকারী সোহাগী-১ লঞ্চটি তেঁতুলিয়া নদীর ভোলার খাল এলাকায় নোঙর করা ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে ভোলাগামী কর্ণফুলী-১১ এর ধাক্কায় সোহাগী কাঁত হয়ে ডুবে যায়। এতে লঞ্চে থাকা সাতজন ডুবে গেলেও তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পরে খবর পেয়ে দুপুরে বরিশাল থেকে একটি ডুবরিদল গিয়ে লঞ্চটি উদ্ধারে কাজ শুরু করে।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।