ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে বসন্ত উৎসব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জাবিতে বসন্ত উৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ‘বনে নয় মনের আগুন, আমাদের প্রথম ফাগুন’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা সংসদের উদ্যোগে উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব- ১৪২২।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ১১টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় বসন্ত উৎসবের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।



তিনি বলেন, বাংলা সাহিত্যের অনেকটা জায়গা জুড়ে আছে বসন্তের প্রভাব। যদিও বাঙালির ঐতিহ্যে বসন্ত উৎসব খুব বেশি পুরানো নয়।

‘তবে চিরায়ত সৌন্দর্য, প্রেম আর আর নবযৌবনের প্রতীক হয়ে ওঠা এ উৎসব ক্রমেই হয়ে ওঠছে নগর সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। ’

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা সংসদের আয়োজনে রয়েছে- দিনব্যাপী সংগীত ও নৃত্য পরিবেশনা, আনন্দ শোভাযাত্রা ও বসন্তের কবিতা পাঠ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।