ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অটোমেটিক মেশিনে রুটি তৈরি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আশুলিয়ায় অটোমেটিক মেশিনে রুটি তৈরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভার আশুলিয়ার আউকপাড়‍া এলাকায় ক্যাথ ওয়েল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশন নামে একটি কারখানায় অটোমেটিক মেশিনে রুটি তৈরির কাজ শুরু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ রুটি তৈরির কাজ পরিদর্শন করেন পুলিশের অ্যাডিশনাল আইজি (অর্থ ও উন্নয়ন) মোহাম্মদ আবুল কাসেম।



অটোমেটিক মেশিনে রুটি তৈরির এই নতুন প্রযুক্তি উদ্ভাবন করায় সন্তোষ প্রকাশ করে তিনি কারখানার মালিক ও ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান, কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর কাজী এজাবুল খালিদ, নির্বাহী পরিচালক কাজী আজাদ, জেনারেল ম্যানেজার আজাহার উদ্দিন প্রমুখ।

কারখানাটির নিজস্ব ইঞ্জিনিয়ার জেমস মার্টিন অধিকারী রুটি তৈরির মেশিনটি উদ্ভাবন করেন ২০১৩ সালে। এ প্রযুক্তির সঙ্গে তিন জন ইঞ্জিনিয়ারসহ প্রায় বিশ জন শ্রমিক সম্পৃক্ত রয়েছেন।

রুটি তৈরির এ প্রযুক্তির বিশেষ বৈশিষ্ট হচ্ছে- মেশিনের ডালায় আটা ঢেলে দিলে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে রুটি তৈরি হয়ে বের হয়ে আসে।

এসব রুটি বাণিজ্যিকভাবে তৈরি করে বাজারজাত করে থাকে কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।