ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
লালমনিরহাটে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে শিশু নির্যাতন রোধ ও শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহেদুল ইসলাম।



বাংলাদেশ পুলিশ লালমনিরহাটের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম।

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় দুই দিনের এ প্রশিক্ষকেণ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামিক রিলিফ বাংলাদেশের শিশুকল্যাণ বিভাগের সমন্বয়কারী খাবিরুল হক কামাল, রাফাতুর রহমান রুবা ও অ্যাডভোকেসি ও কমিউনিশেন্স বিভাগের সমন্বয়কারী সফিউল আযম।
লালমনিরহাটের পাঁচটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৫ প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।