ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উচ্ছ্বাস-আনন্দে ফেনীতে বসন্ত বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
উচ্ছ্বাস-আনন্দে ফেনীতে বসন্ত বরণ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফেনী: মাথায় শুভ্র-লাল গোলাপ-বেলীসহ নানা রঙয়ের ফুল,পরণে হলুদ শাড়ি, চারদিকে পিঠা পুলির ঘ্রাণ, এ যেন বাংলার চিরায়ত ঐতিহ্যের রূপ। এভাবেই উচ্ছ্বাস-আনন্দে ফাল্গুনের প্রথম দিনে বসন্ত বরণে মেতেছে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রীরা।

 
 
সরকারি জিয়া মহিলা কলেজের আয়োজনে এ উৎসব হলেও পুরো শহরের ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়েছে ক্যাম্পাসটি।
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে গান, নাচ, আবৃত্তি আর পিঠা-পুলি উৎসব। চলবে বিকেল পর্যন্ত। এ উৎসবে অংশগ্রহণ করেছে কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রীদের পরিচালিত ২০টি স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করছেন ফেনীর সবকটি শিল্প-সাহিত্যের সংগঠন।
 
স্টলগুলো ঘুরে দেখা যায় হরেক রকমের পিঠার সমারোহ । এর মধ্যে রয়েছে ম্যারা পিঠা, ত্রিভূজ পিঠা, বাদামী পিঠা, ঝুনঝুনি পিঠা, মুগের শোলা, ফুল পিঠা, গোলাপ পিঠা, জল লাউ পিঠা, চমচম পিঠা, নকশী পিঠা, ঝুমকা পিঠা, তারা পিঠা, ডিমের পিঠা, বেনী পিঠা, জল পাতা পিঠাসহ আরো অনেক। এছাড়াও রয়েছে চটপটি, ফুচকাসহ বিভিন্ন বাহারি আইটেম।
 
কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাতেমা আক্তারে সভাপতিত্বে উৎসব কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল আজিজের পরিচালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
 
বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ ডিএ বিলকিস আরা, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. এ কে এম এমদাদুল হক, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।