ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ধুনটে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ধুনট (বগুড়া): জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় বগুড়ার ধুনট উপজেলায় নিবন্ধনকৃত ১৬৫৭ জন জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়পত্র বিতরণ করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন ও ধুনট উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদৌলা রিপন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম লিটন, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।