ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভা

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
দিনাজপুর জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোছাদ্দেক হোসেন।



পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি আলহাজ লুৎফর রহমান মিন্টুর সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক, নির্বাহী সদস্য মো. নজুরুল ইসলাম সেলু প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কোষাধ্যক্ষ
মো. রওশন আলী সরকার।

আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাবেক কোষাধ্যক্ষ ও পেট্রোল পাম্প ও জ্বালানি তেল
পরিবেশক মালিক গ্রুপের নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।